সাত সাগরের ওপার থেকে
যখন ও সুর আসলো ভেসে
তখন আমার বিষন্ন মন
হঠাৎ আবার উঠলো হেসে।


তোমার সুরে দগ্ধ হৃদয়
হঠাৎ আবার উঠলো নেচে
তোমার মধুর কোকিল কণ্ঠে
সুপ্ত এ মন উঠলো বেঁচে।


তোমার কথার কাকলিতে
আমার মনে গীতি এলো
তোমার কথার ছন্দে দুলে
সুর সুমধুর মনটা পেলো।


সাতটি সাগর পারি দিয়ে
তোমার কথা আসলো যখন
তোমার কথার নান্দনিকে
ছন্দা এ মন হাসলো তখন।
স।৪।২৪
(গী।ক।)