৷৷ ***সব দোষ আমার***।।
আমারই তো সব দোষ মেনে নিলাম
তুমি আর এখন আমার নও
এইটুকু আজ আমি জেনে নিলাম।
আমারই তো সব দোষ মেনে নিলাম।
কোন অপরাধে দোষী হয়েছি
এক নদী ব্যথা কেন সয়েছি
নিয়তি বন্ধু আমার নয়
একথাই তোমাকে এনে দিলাম।
আমারই তো সব দোষ মেনে নিলাম।
দুজনের এই পথ মিলবে না জানি আর কোন দিন
তোমার ঐ পথ বুঝি হাজার ফুলে আজ হলো রঙ্গিন।
প্রেম আদালতে আমি আসামি
বাদি হয়ে আজ তুমি হলে দামি।
বিরহের অনলে পুড়ে
অপবাদ আজ আমি কিনে নিলাম।
আমারই তো সব দোষ মেনে নিলাম।
(গীতিকবিতা।স।৪।৩৩)
শরীফ আহমাদ।