আমার বুকের শুকনো জমিন সুরের বৃষ্টি পেলো
এবার হয়তো কবিতা আমার সঙ্গিত হয়ে গেলো।
এবার হয়তো ছন্দ আমার নন্দিত গতি পাবে
এবার হয়তো স্বপ্ন আমার সঙ্গিত হয়ে যাবে।
শুকনো কথার রুগ্ন শাখায় চারুময় কলি এলো
আমার বুকের শুকনো জমিন সুরের বৃষ্টি পেলো
এবার হয়তো কবিতা আমার সঙ্গিত হয়ে গেলো।
আমার হৃদয় নন্দকাননে ফুটল গীতের ফুল
হয়তো এবার ভ্রমর কতেক হতে পারে মশগুল।
আমার বাদ্য হয়তো এবার শিল্পীত হতে পারে
আমার বাক্য যুক্ত হবে চেতনার সম্ভারে।
সুরের পরীরা এবার তোমরা মায়াবী দৃষ্টি মেলো।
আমার বুকের শুকনো জমিন সুরের বৃষ্টি পেলো
এবার হয়তো কবিতা আমার সঙ্গিত হয়ে গেলো।


    শরীফ আহমাদ
     ২৩.১২.২২,  সকাল- ৭.৩০
৷    রংপুর।
২৩।১২।২২