প্রিয় কবি,
তোমাকে কতবার বলেছি
ঐ ভাবরাজ্যের স্বর্ণকমল, সুধামহল ছেড়ে
এখানে এসো না ভূল করে।
মন্ত্রমূগ্ধের মতো এই সব মায়াজালে ধরা দিও না।
ওরা তোমাকে বেঁধে ফেলবে শতসহস্র পাকে।
তোমার হৃদয় বেঁচাকেনার জন্য ষড়যন্ত্র হবে
বিশেষ অধিবেশন বসবে তোমাকে নিয়ে
রুদ্ধদুয়ারে গোলটেবিল বৈঠক হবে।
তোমার হৃদয় অবরুদ্ধ করার জন্য
বিশেষ বাহিণী মোতায়েন করা হবে
পদাতিক আসবে, অশ্বারোহী আসবে।
হয়তো বা কোন শকুনের শ্যেণ দৃষ্টিও পরতে পারে।
এখানে যারা আছে সংসারের পশরা নিয়ে
সেখানে হৃদয়ের স্পর্শ খুব কম
মমতার চিহ্ন খুঁজে পাওয়া মুশকিল।
খালি চোখে দেখা যায় না ও সব
দূরবীক্ষণ যন্ত্র হলে খুব ভাল হয়।
তারচেয়ে তুমি ফিরে যাও কবি
তোমার ভাবনার অমূল্য দিপাঞ্চলে।
ওখানে তুমি সব পাবে, সব।
আর যদি এখানে থাকতেই চাও
তবে ভালবাসার প্রচন্ড শক্তি নিয়ে এসো
মায়াবী শক্তি নিয়ে এসো
ইশ্বরের শক্তি নিয়ে এসো।
তোমার হৃদয়ের অনিন্দ্য ভালবাসার জোয়ারে
কুপমন্ডুক, হিংসুটে, হৃদয়হীণ আদমের হৃদয়ে জোয়ার তোল।
ঐশ্বরিক আলোয়, ভালবাসার ভালোয় ভরে তোল কবি
প্রতিটি হৃদয়।
সেই সাথে কলমের ভূবনমোহিণী শক্তি দিয়ে
ভূবনের অপশক্তিকে,হৃদয়হীণ ব্যক্তিত্বকে ধরাশায়ী করো।
কবির প্রতি আমার শেষ অনুরোধ।


৫০/১০