তখন আমি দাঁড়িয়েছিলাম পথের কিনারে
সে এলো ধীরে ধীরে গুটিগুটি পায়ে।
সামনে এসে দাঁড়ালো আমার।
বলতে চাইলো কোন কথা।
আমি মনযোগী শ্রোতা হবো বলে নিরব হলাম।
তারপর অস্থির হয়ে উঠলাম কিছু শোনার আশায়।
এক্ষুনি হয়তো বেড়িয়ে আসবে বহুপ্রতীক্ষিত বাণি।
"ভালবাসি, ভালবাসি তোমায়"।
স্বর্গীয় সুধায় ভরে উঠবে মন।
হৃদয়নদীর একূল ওকূল ছাঁপিয়ে তুলবে সেই কথা।
" ভালবাসি"।
বলল না সে কিছুই।
ঠোঁট দুটো কাঁপতে থাকলো শুধুই।
মুখের উপর ছড়িয়ে পড়ল রক্তিম আভা।
তারপর ধীরে ধীরে চলে গেল সে।
আমি কিছু বলার চেষ্টা করলাম।
পারলাম না।
তার চলার পথে তাকিয়ে থাকলাম একটানা।
অবোধ বোকা মানুষের মতো।
চলতে চলতে সে হয়ে গেল বিন্দুর মতো।
তারপর হয়ে গেল "শূন্য "।


ক।৫৬.৮