আজ তারা কোথায়?
যাদের ভয়ে এই পৃথিবীর মাটি কেঁপে উঠত ভূমিকম্পের মতো।
যাদের ভয়ে রাজ্যের নিরীহ প্রজারা হাতজোড় করে থাকতো করুণা ভিক্ষার জন্যে।
সেই সব অমিতশক্তিশালী বিলাসীমত্ত মহারাজারা আজ কোথায়?
যাতের বিষাক্ত চাবুকের ভয়ে নিরস্ত্র সাধারন প্রজারা সন্ত্রস্ত থাকতো সারাক্ষণ।
কোথায় আজ সেইসব মহাপ্রতাপশালী স্বৈরাচারী একনায়ক
যাদের ভয়ে নারী,বৃদ্ধ,শিশু প্রাণের ভয়ে নতজানু হয়ে থাকতো।
কোথায় আজ সেইসব ইতিহাসের খলনায়ক
যারা সিংহাসনের লোভে বিদেশী প্রভূদের মনোরঞ্জনের জন্য
মাতৃভূমির সঙ্গে বেইমানী করেছিল নির্লজ্বের মতো।
কোথায় আজ সেই ক্ষমতালোভী পুতুলরাজ
যার নোংরা ঘৃণ্য ষড়যন্ত্রে মাতৃভূমির স্বাধীণ স্বরাজকে রাজপ্রাসাদ থেকে বিতারিত হতে হয়েছিল।
কোথায় আজ সেই নির্মম ঘাতক যাদের নির্মম বুলেটের আঘাতে স্বাধীণ দেশের প্রিয় রাস্ট্রনায়ককে
রাতের অন্ধকারে প্রাণ দিতে হয়েছিল।
প্রাণ দিতে হয়েছিল  নিরীহ  নর,নারী ও নিস্পাপ শিশুকে
রাতের গভীর কালো অন্ধকারে।
২/১৪



                                                        রংপুর।