তুমি আর আসবে না এই কথা জানতেই
    দুই চোখে নেমে এলো শ্রাবণের জল
    তুমি আর শাসবে না এই কথা মানতেই
    হৃদয় মরুতে এলো রৌদ্রের ঢল।  
    তুমি আর বলবে না কোন কথা অভিমানে
    তুমি আর গলবে না সুমধুর প্রেম গানে
    তোমায় আমায় এলো বিরহ অনল।
    তুমি আর আসবে না এই কথা জানতেই
    দুই চোখে নেমে এলো শ্রাবণের জল
    তুমি আর শাসবে না এই কথা মানতেই
    হৃদয় মরুতে এলো রৌদ্রের ঢল।
    তুমি আর রাগবে না কৌতুক জ্বালাতনে
    তুমি আর ভাববে না ভাবনায় আনমনে
    হৃদয় ফাগুনে এলো বরষার ঢল।
    তুমি আর আসবে না এই কথা জানতেই
    দুই চোখে নেমে এলো শ্রাবণের জল
    তুমি আর শাসবে না এই কথা মানতেই
    হৃদয় মরুতে এলো রৌদ্রের ঢল।


    (গীতি কবিতা)
     স।১১।০৬