যদি ফিরে না আসো কোনদিন
এ হৃদয় অপূর্ণই থেকে যাবে।
যদি ফিরে না আসো কোনদিন
এ বুক জ্বলন্তই রয়ে যাবে।
যদি ফিরে না আসো কোনদিন
আমার পৃথিবী প্রশ্নবিদ্ধ রয়ে যাবে।
যদি ফিরে না আসো কোনদিন
এই  দিবস অন্ধকারেই ডুবে যাবে।
যদি ফিরে না আসো কোনদিন
বাগানের সুরেলা পাখিরা
গানের সুর ভূলে যাবে।
যদি ফিরে না আসো কোনদিন
মৌমাছিরা ফুলের ঘ্রাণ নিতে ভূলে যাবে
যদি ফিরে না আসো কোনদিন
প্রজাপতির শতরঙা পাখা বিবর্ণ হয়ে যাবে।
যদি ফিরে না আসো কোনদিন
আমার সমস্ত স্বপ্নিল ঘুড়ি
আকাশে উড়তে ভূলে যাবে।
যদি না আসো ফিরে কোনদিন
বিরহী প্রেমিক দ্বাদশী চাঁদের রাতে
এলোপাথারি  গল্প করতে ভূলে যাবে।
৪৭/৩৩