তুমি সুন্দর বলে
আমি এই স্মারকচিহ্নের বৃক্ষশিকড়ে ফিরে আসলাম
তোমার হৃদয় ফুলের মায়াবী সুবাসিত নন্দনকাননে
নিমেষেই মুগ্ধ হলাম।
অতপর তোমার কাব্যিক ভালবাসার হৃদ্ধ মননে
বাঁধা পরে গেলাম।
তুমি সুন্দর বলে
তোমার চোখের কাজলে
একটানা তাকিয়ে থাকলাম বোকা মানুষের মতো
বুদ্ধিহীণ হাবাগোবা সরল জীবের মতো।
অতপর ধীরে ধীরে
একটা শক্ত মায়াবী স্বপ্নজালের মধ্যে বাঁধা পরলাম।
তুমি সুন্দর বলে
তোমার উপেক্ষিত দৃষ্টির যন্ত্রনায় বিদ্ধ হয়েও
তোমার বদ্ধ দরজার নিরেট খিড়কির পার্শরেখায়
অকারনে দাড়িয়ে থেকে থেকে
আবার ফিরে আসলাম।
তুমি সুন্দর বলে
তোমার চলে যাওয়ার দিকে একটানা তাকিয়ে থাকলাম
অনেকটা বেহায়ার মতো ।
তারপর ক্লান্তচোখে
একটানা তাকিয়ে থাকলাম
একটা অক্ষরবিহীণ শূণ্য আকাশের দিকে।


স।১/৩৭