ভয়


আমাকে তুমি যে সৃষ্টি করলে তোমারই ইচ্ছামত
তোমার ইচ্ছা আমার মধ্যে! খুশির ব‌‌ন‌্যা শত।
আমিতো চাই নি আমায় তুমি সৃষ্টি করগো প্রভূ
সৃষ্টি করেছো, ভৃত‌্য করেছো দুঃখকষ্ট তবু।
আমি কি চেয়েছি? আমায় তুমি সৃষ্টি করিয়া দাও
তবুও ভিষণ জাহান্নামের ভয় যে কেন দেখাও!
আমি যে তুচ্ছ এই ভয় আমি কেমনে সহ্য করি
আমায় মেরো না, আমায় জ্বালো না তোমার দু'পায় পরি।
আমিতো চাইনি আমাকে তুমি সৃষ্টি করিয়া দাও
তবুও কেন যে জাহান্নামের আমাকে ভয় দেখাও।
আমি সামান্য দৃষ্টি ক্ষুদ্র দেখতে পাই না বেশি
তোমার আলো দেখবো কি করে সবই আজ মিছেমিছি।
আমি যে ক্ষুদ্র অতিব তুচ্ছ খরকুটো পরিমান
আমায় মারলে তোমার বাড়বে এতটুকু সম্মান?
তবে আজ থেকে দুর করো সেই জাহান্নামের ভয়
ক্ষমা কর যত ছোট বড় ত্রুটি ছোট বড় সংশয়।
শতেক কষ্ঠে দুঃখে দৈণ্যে হয়ে আছি পেরেশান
করজোড়ে বলি আমায় জ্বে‌লো ন‌া আমায় করো না ম্লাণ।
তুমি যে অসীম আমি অতিক্ষীণ তোমারই সৃষ্টি শিশু
জ্বলি যদি আমি ভিষণ কষ্ঠে, তোমার হবে না কিছু?


            ১০/১৯