এই হৃদয়ের ফুলদানিতে সাঁজিয়েছিলেম তারে
এই হৃদয়ের সুরের সেতারে বাজিয়েছিলেম তারে।
কোন অভিমানে ফুলগুলো সব হয়ে গেলো এলোমেলো
ছন্দ হারিয়ে সুরের সেতার সুর তো খুঁজে না পেলো
ফুল তো ফোঁটে না সুর তো বাজে না
এই ব্যথা বলি কারে।
এই হৃদয়ের ফুলদানিতে সাঁজিয়েছিলেম তারে
এই হৃদয়ের সুরের সেতারে বাজিয়েছিলেম তারে।
কোন নন্দনে সাঁজাবো এ ফুল বিদ্যা আমার নাই
কোন বন্ধনে বাধিবো এ সুর সূত্র কোথায় পাই
সুরের ফুলের ভুলের গীতিকা
ছল করে বারে বারে।
এই হৃদয়ের ফুলদানিতে সাঁজিয়েছিলেম তারে
এই হৃদয়ের সুরের সেতারে বাঁজিয়েছিলেম তারে।
(গীতি কবিতা)
স।১১।১