কিছু কিছু ভূল এমনই তো হয়
আজীবন হৃদয়ে ক্ষত হয়ে রয়।
কিছু ভূল দুই চোখে বৃষ্টি আনে
প্রেয়সীর চোখে অনাদৃষ্টি আনে
কোকিলের গীতি হয় বেদনাময়।
কিছু কিছু ভূল এমনই তো হয়
আজীবন হৃদয়ে ক্ষত হয়ে রয়।
কিছু ভূল দুই বুকে হতাশার কথা কয়
দুখের আগুনে পুড়ে মন হয় মরুময়।
কিছু ভূল মন ভাঙে ভেঙ্গে দেয় ঘর
আপন মানুষ রয় চীরদিন পর
দু'জনের একপথ দুই দিকে রয়।
কিছু কিছু ভূল এমনই তো হয়
আজীবন হৃদয়ে ক্ষত হয়ে রয়।
(গীতিকবিতা)
স।১১।১৩