দুখুরে তোর মসির বীণা বাজলো ভূবন মাঝে।
বুলবুলি মোর হৃদয় রাঙ্গায় ঝাকড়া চুলের সাজে।।


অরুণ রাঙ্গা সজীব প্রাণে কে গরজে আকাশ পানে।
আমায় তোমার সঙ্গে লও হে বর্জ্র কঠিন গানে।।


ফুটা দলের কাটা নালে ধরব আখড়ে গভীর প্রাণে।
ভাঙ্গব অলস তীক্ষ্ণ বাণে রইব ব্রতী রক্ত দানে।।


ভোরের রাঙ্গা ফুল গুলিতে ভ্রমর আসলে মুখ বুলাতে।
বলব তাদের সংগোপনে মধু ভরা নবীন প্রাণে।।


আয়রে তোরা দুখুর দলে আয়রে চলে আয়।
বকুল ফুলের মালা দিয়ে নবীন বরি আয়।।