আমি গান গেয়ে যাই একা বসে।
কেহ নাই কেহ নাই মম পাশে।।


তিমির আধার ঘনিল আমার চারিপাশে।
কেহ নাই কেহ নাই মম পাশে।।


বিরহ ব্যথা এ বসন্তে
কুকিলের ধ্বনী চারিপাশে।
গাহি আমি গান একা বসে
কেহ নাই কেহ নাই মম পাশে।।


ঝরিছে বকুল আমের মুকুল
পলাশ বনে অরুনে ভাসে
কেহ নাই কেহ নাই মম পাশে।।


মধুর মধুর মন্দ বায়ে
মম হৃদয় নিঙ্গাড়ি তুমি লয়ে।
আমি সজল নয়নে তব আশে
কেহ নাই কেহ নাই মম পাশে।।


তোমার মধুরিমার বশে
চিরকাল রহি আশে।
কেহ নাই কেহ নাই মম পাশে।।


কত বসন্ত গেল কত আশা যে ভাঙ্গিল
শুধু তোমার তরে।
কেহ নাই কেহ নাই মম পাশে।।


আসিবে বলে বকুল ফুলে
গাথিনু মালা অনুরাগে।
আস কিবা নাহি আস
রাখিও চরনের পাশে
কেহ নাই কেহ নাই মম পাশে।।