মাগো তোমার আচল খানি কত সুধা মাখা।
কত আনন্দে কত মমতায় হৃদয় খানি ভরা।।
তোামার কোলে জনম নিয়ে সফল এ জীবন।
তোমার কৃপায় নয়ন ভরে হেরি এ ভূবন।।
অনল অনিল চন্দ্র সুর্য্য গ্রহ তাঁরারাজি।
তাহা হেরি সফল মাগো নয়ন পরান হৃদি।।
কানন কলি ভ্রমর গুঞ্জন মধুর সৌরভ।
তাহা হেরি মনে পড়ে তোমার বৈভব।।
গর্ভে আমি ছিলাম যখন দু-হাত সদা জোড়ে।
আশার আলোর স্বপ্ন ছিল তোমার নয়ন কোনে।।
সকল কাজে তোমার মনে আমার ছিল গান।
আশারবশে তোমার নাকি?  জোড়াইত প্রাণ।।
শৈশবেতে হাসি কান্নায় সদা ছিল টান।
ঘুম পাড়াতে মনের সাধে শুনাইতে গান।।
নিজের মুখের আহারটুকু আমায় দিলে তুলি।
চরাচরের সুখ দুখ যেতে নাকি ভুলি।।
বৃক্ষ নাকি তোমার ধর্মে হলো মহিয়ান?।
উদার হয়ে করে নাকি? ফল ফুল দান।।
সাগর হেরি চাতক আজি করে উতরোল।
মাগো তোমার চরণ খানি আমার হৃদয় বল।।
বকুল ফুলের মালা মাগো দিলাম তোমার পায়।
তোমার পায়ে মাথা ঠুকে জীবন যেন যায়।।