কে হে মোর অপার পারের বন্ধু।
কোন জগতের কেমন করুনা সিন্ধু।।


তোমার রূপেতে পড়িয়া মরে অনন্ত বিন্দু।
তুমি কে হে করুণা সিন্ধু।।


অব্যক্ত অসিম স্বসীম সৃজিত বাক্ বন্ধো।
অকাতরে বহে প্রেম মন্দ মন্দ।।
কে হে তুমি আনন্দকন্দ।।


তোমার রূপের ফাঁদে
মায়ামৃগ কুল কাঁদে।
তুমি রয়েছ অপার চাঁদে
তুষয়ে চন্দন পুষ্প পরশ স্বাদে।।


আমি গাহিয়া বেড়াই করুন গানে।
তুমি চাহিও গো মম পানে।।


ঝলকে পলকে রূপের আলোকে
ক্ষনেকে মরিয়া যাই।
অনাথ কাতরে জনমে জনমে
বল গো কি করে পাই।।


কাহার পরশে আমি দিবস হেরয়ে যামিনী।
অলক অলকা কনক চঞ্চল কামিনী।।