নয়নে অরুণ কনক কান্তি।
হৃদয়ে প্রসান্ত মিলন শ্রান্তি।।


বিন্দু বিন্দু ঘর্ম ঘোরে।
আনন্দ কন্দ নয়ন নিরে।।


প্রেমঘন বায় জোড়াইয়া যায়।
শিশির ভেজা কুঞ্জ ছায়ায়।।


আমার প্রিয়ার কন্ঠ পরশে।
আনন্দ অশ্রু সদাই ঝরছে।।


ছাড়িতে নারিতে হারাই মনেতে।
যোগ যায় যেন পলক পড়িতে।।


কিবা রূপের চ্ছটা অরুন কান্তি জিনিতে।
বিরহে রহে আধিক জ্বালা মনেতে ভনিতে।।


যায় যাবে লাজ।
সে মোর অঙ্গের সাজ।


বলে বলুক লোকে পরকিয়া।
সে যে আমার পরাণ প্রিয়া।


আমাতে তাহাতে নাহি গো ভেদ।
যে জন বুঝিবে যাবে তাঁর খেদ।।