আমিও হারিয়ে যাব, মা গো, তব কাছ থেকে দূর কোনো দেশে-
যেমতি হারায় রবি বেলাশেষে অরণ্যের মাঝে,
রক্তিম আভা নিয়ে শশধর ঢলে পড়ে ফিকে হাসি হেসে,
শুকতারা নিভে যায় ভোরের বাতাসে ।


যেমনি কদম ফুল ঝরে পড়ে বর্ষার শেষে,
শীতের নরম রোদে শিশির শুকিয়ে যায় ঘাসে,
শুকিয়ে প্রবীণ পাতা পদে পদে মর্মর বাজে;
তেমনি আমিও এই বাংলার ঘাসে যাব মিশে ।


যেমনি হারায় নিশি তারকারাজির পাশাপাশি_
নবতন উষাকালে নিভে যায় জোনাকির আলো;
আমারও জীবন-দীপ হয়তো-বা হেন যাবে নিভে ।
জ্বলিবে কি এই দীপ পুনরায় তব স্নেহ-গৃহে?


কোনো এক বৈকালে ফিরিবে আবার মেঘমালা,
আবারো পড়িবে চু'য়ে কদমের ফুল বেয়ে বাদলের ধারা,
আবার হাসিবে শশী, উঠিবে আবার রবি-শুকতারা জ্বলে,
নূতন পাতার তলে গাহিবে দোয়েল-শ্যামা,
ভরিবে আবার ফুলে ফলে।


আমিও যেন পারি ফিরিতে আবার মা গো তবে,
দেখিতে পারি গো যেন ঐ লাল কলাবতী ফুলে
নীরব কথন ক'য়ে ভ্রমর লইছে সুধা তুলে,
লাল-নীল প্রজাপতি দিতেছে উদাস করি মৃদু সন্ধ্যারাগে।


আমায় দিও না, মা গো, তোমা হতে নিঃশেষ করি,
তোমার শ্যামল কোলে আবার রাখিয়ো মোরে ধরি,
পুন যেন মাখি ধূলি মম দেহ 'পর-
তোমাতে জানাই শুধু এ মিনতি মোর ।