ও ঘুম, কোথায় থাক
কোথায় তোমার বাড়ি ?
তোমার সাথে করতে চাই
আমি একটু আড়ি।
কোত্থেকে যে উড়ে এসে
জুড়ে বসো চোখে
বসলে পরে যাওয়ার নাম
নেই তো তোমার মুখে ।
যখন তখন চলে আসো
সময় বুঝ না
তোমার জন্য জীবনটাতে
বাড়ছে যন্ত্রণা ।
যেচে যেচে আসো তুমি
ডাকি না তো তোমায়
বড্ড বেশি জ্বালাতন কর
কেন আমায়।
ভোর বেলাতে ডাকে পাখি
শিশির পরে ঘাসে
তোমার জন্য এসব ছেড়ে
থাকতে হয় নিদ্রাপুরের দেশে ।
আর তো ভালো লাগে নাকো
দেখতে তোমাকে
সর্বদাই বকাঝকা শুনতে হয়
তোমার জন্য আমাকে।
এবার আমায় রেহাই দিয়ে
যাও তো নিজের ঘর
তুমি হলে আমার কাছে
সবচেয়ে পর।