সব কিছু তো হয়না পাওয়া এই ক্ষণিক সময়ে
কিছু তার রয়ে যায় বাকি জীবন সায়াহ্নে।
তবুও তো মন, হিসেব কষে বারবার
পাওয়া না পাওয়ার এ যেন এক বিশাল কারবার।
সুখটাকে ধরতে মন
সদায় করে পণ,
হাত বাড়াই মিথ্যে সুখের আকাশ পানে
মিছে মিছি স্বপ্ন গড়ে, জানি না কোন সে প্রয়োজন।
যা হবার তা হয়েই যাবে
রুখতে মন নাহি পাবে,
হিসেবের যত দর কষাকষি জীবনব্যাপী চলেই যাবে
মরণেই এসে তা যে কেবল সাঙ্গ হবে,
পাওয়া না পাওয়ার প্রয়োজন তখন ফুরাবে।...