বিষাদে বিষাদে মন মরুভূমি
নেই তো সেখানে এক ফোঁটা বৃষ্টির অনুভূতি ।
তপনের তাপ যেমন
মরুভূমির বালুকার হৃদয় গহনে
থাকা শেষ জলকণাটুকুও
শুষে নিয়ে
বালুকাকে অদৃশ্য উত্তপ্তায়
উত্তপ্ত করে রাখে,
স্বার্থ যেন ঠিক তেমনই
হৃদয়ের ছিটে ফোঁটা অনুরাগের
জলটুকু একটু একটু করে শুষে নিতে থাকে ।
সুপ্ত বহ্নি যেন উত্তপ্ত বালুকায় রৌদ্রের আলোককে
স্ফুলিঙ্গ সম দেখায়,
তেমন যেন গভীর ক্লেশে হৃদয় দেশে
প্রীতির ফুল শুষ্ক থেকে শুষ্কতর হয়ে
কেবলই দেখায় তীক্ষ্ম কণ্টকের মতো ।
যে কণ্টক পারে শুধু শোণিতের স্রোত ধারা সৃজন করতে,
অনুরাগ নয়।