মন তোরে পারলাম না আর
আমি বোঝাতে,
তুই থাকিস তোর মতো
একলা চলিতে।


তোর সাথে সদাই আমার
হয় যে দ্বন্দ,
এই না হেতুই জীবন মাঝে
খুঁজে পাইনা ছন্দ।


তোর আর আমার মাঝে
যত অমিল,
মিল খুঁজতে গিয়ে তাই
হয় যে কত মুশকিল।


তোরে আমি আপন করি
তুই যে ভাবিস পর,
তোকে ভাবতে গিয়ে প্রাণে তাই
উঠে ভীষণ ঝড়।  


আয় না তুই আর আমি
চলি একই পথে,
শত দ্বিধা-দ্বন্দের মাঝেও
আমরা থাকি একসাথে।


রচনাকাল- 25/05/2023