না পাওয়াকেই মানুষ কষ্ট বলে জানে,
কিন্তু না পাওয়াতে পাওয়াকে খুঁজার যে
রয়েছে এক অন্যরকম আনন্দ
তাইতো না পাওয়াতেই পাওয়াকে পাওয়ার দিন গুনে।


পাওয়ার পর পাওয়ার যে আনন্দ
পাওয়াকে খুঁজার আনন্দটুকুও তার থেকে নয়কো কম,
পাওয়া মাত্রেই নিঃশেষ হয়ে যায় কাঙ্ক্ষিত সেই না পাওয়া
আর তাতে পাওয়াকে পাওয়ার যে উচ্ছ্বাসতা তা হারিয়ে যায়
হারিয়ে যায় কাল্পনার রাজ্যে ডুবে গিয়ে পাওয়াকে পাওয়ার দম।


না পাওয়ায় পাওয়াকে নিয়ে আসে কত ভাবনা,
মন আঁকে তাকে নিয়ে শত আলপনা
দেয় তাতে কত রং, গড়ে রংধনু
করে তাকে নিয়ে কত বহানা।
এসব কিছুর যবনিকা এসে যায় তখন,
পাওয়া এসে দাঁড়ায় দুয়ারে যখন।


26/06/2018