আকাশ জুড়ে মেঘ করেছে
নামবে অঝোর ধারা
শুকনো পাতা উড়ে বেড়ায়
পেয়ে ঝড়ো হাওয়া।


আর রবে না কালো মেঘ
আকাশেরই বুকে
পৃথিবী তাকে ডাক দিয়েছে
তাই তো ছুটে আসে ।


বৃষ্টি হয়ে করবে খেলা
পুষ্প শাখায়, তরু লতায়,
দিঘির শান্তজল ধারায়
ঘাস ফুলের ছোট্ট শাখায়
নব পললবে সাজানো সব বৃক্ষ শাখায় ।


ভাঙবে সে যে
প্রজাপতির সকল প্রকার খেলা
পৃথিবীতে আসবে যখন নিয়ে অঝোর ধারা।