ভাবনায় ছিল হয়তো অন্য
কিন্তু পায়নি খুঁজে সে ভিন্নতা
সেই তো একই,
যেমন দেখেছি সর্বত্র।


ভাবনায় ভাবনাকে ব্যস্ত রেখেছিল কিছুটা সময়
আনমনে হয়ে চেষ্টা করেছিল খুঁজে পেতে
কোন একটা কিছুর ভিন্নতা
কিন্তু নেই।
কোথাও নেই সেই ভিন্নতা।


শুন্যতা আর শুন্যতার বিশাল বিস্তৃতি
আকড়ে ধরে আছে যেন অনেকটা জায়গা জুড়ে।
রুদ্ধ দরজার বহিরপৃষ্টে লেগে আছে এক শুন্যতা
আবার তার সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে প্রাপ্তির
এক বিশাল উচ্ছ্বাস।


সেই উচ্ছ্বাসটুকু প্রাপ্তির অপর নাম অপেক্ষা।
হয়তো বা অজানাই থেকে যায় অনেক সময়
দরজার ভিতরপৃষ্টের চিত্রটা।
তাই তো অনেক সময় অপেক্ষারাও ক্লান্ত হয়ে যায়
অপেক্ষার বিশালতার কাছে,
অপেক্ষার নিষ্ঠুরতার কাছে।


25-06-2018