তোমার আমার পথ যেথায় হয়েছে পৃথক
দুটি পথ সেথায় হয়েছে যে একক।
সৃষ্টি হয়েছিল দুটি পথ ভিন্ন প্রান্ত থেকে
তারা এসে আজ মিলেছে একই বিন্দুতে
শুধু তোমার আমার পথ গেছে চলে বিপরীত দিকে
এক পথে চলার স্মৃতিগুলোও সময়ের ব্যবধানে
হয়ে যাচ্ছে যেন ফিকে।
কত জানা অজানা পথিক চলে যাবে
পথের গায়ে পদ চিহ্ন একে
তাদের গল্প পথ রচিবে হৃদয় সরোবরে
যতোই তার চলা হোক না কেন একেবেঁকে।