কল্পনায় প্রণয়ের কাজল এঁকে চোখে
অনেকটা পথ হেটে চলে এসেছি
পথের শেষে দাঁড়িয়ে তুমি
রইবে বলে
আমার প্রতীক্ষায়।


হাটতে গিয়ে যখন
ক্লান্তি এসে ভর করে বসলো
প্রাণের উপর
মনের গাঁ ঘেঁসে ছুয়ে গিয়ে
কোন এক প্রশ্ন তখন যেন
বলে গেল কিছু.......
ভুলের কাদা মাটিতে নিমজ্জিত হবো নাতো?
কেন আমার এ পথ চলা?
তুমি কি আদৌও দাঁড়িয়ে আছো পথের শেষে
আমার প্রতীক্ষায়?


নাকি ভালোবাসায় ভিবোর হয়ে
একলা আমি
হেটে চলেছি...................
দীর্ঘ পথের গায়ের উপর দিয়ে
হিয়ার কোণে বাসা বাঁধা আশাকে
ভালোবাসায় পাবো বলে,
নাকি মনের কোণে জেগে থাকা
এই আশার প্রতীক্ষা
রাখবে কি আমায় শুধু প্রতীক্ষায়?


তবে হঠাৎ কেন এক আত্ম জিজ্ঞাসায়
মেঘের বিদ্যুতের ন্যায় আত্মা চমকিত?
তুমি কি সত্যি আছো দাঁড়িয়ে
পথের শেষে
অন্তহীন আকাশ সম
ভালোবাসা নিয়ে আমার প্রতীক্ষায়?