প্রহর
---কনিকা সরকার


কদম প্রস্ফুটিত হওয়ার তরে
প্রতীক্ষায় রহে বরষারও আমন্ত্রণে
প্রহরগুলো রয়েছে আবৃত তেমন
কোন অভিলাষিত প্রহরের কাছে।


দিনান্তে সন্ধ্যামালতি
রং ছড়িয়ে আপন প্রাণে উঠোন কোণে
যেমন সদায় সাজায় নিলয়,
আগমন তেমন হয় যেন তোমার
রঙের পরশ দিয়ে
ছন্নছাড়া জীবনের
প্রহরগুলি হয়ে যেন উঠে
রঙিন থেকে রঙিন।


বসন্ত পিকের সুললিত সমধুর স্বরে
অবনী বিস্তৃত করে বেড়ায় যেমন
প্রফুল্ল প্রবাহ ধারা,
সেই মতো হয় যেন তোমার পদচারণা
আমার বসুধায়
আর প্রহরগুলো হয় যেন সদা নিরুপম।


রচনাকাল-22/06/2019