ভেবে মরে যাই
বেঁচে আছি আজব এক কারখানায়
আপন হয়ে রয় তারা করে অভিনয়
স্বার্থ ফুরালে তাদের খুঁজে পাওয়া মুশকিল হয়।


তারা আপন আপন ভাব দেখিয়ে আপন সেজে থাকে
স্বার্থ ফুরালে
নিজেদের দূরে সরিয়ে রাখে।


প্রয়োজনে তাদেরকে কাছে নাহি পাবে
সুখের সময় তারা ছুটে ছুটে আসবে।


তাদের প্রয়োজনে তুমি কত যে আপন
আবার হবে তুমি অচেনা এক মানব, ফুরালে তাদের প্রয়োজন।


দুঃখ তোমায় দুঃখ দিবে না তো এতো
তারা দুঃখ দিবে তোমায় যতো।


তাই বলি মন হও সাবধান
সময় থাকতে নিজের কাজ নিজে কর সমাধান।


(17/03/2017)