কেন এত একলা একলা লাগে
শত রঙে চারপাশ রঙিন
তবু কেন রং গুলো লাগে ফিকে?
হাজার স্বপ্ন মনের মাঝে আঁকা
মন শুধু একলা বেলায়
তার স্বপ্ন ঝড়া দেখে।


পথটা যতই চাই হারাতে
কেন বাড়েই পিছুটান,
হৃদয় মাঝে আসে না তো
আর সেই প্রণয়ের গান।


কৃষ্ণচূড়ার রঙেও কেন
হিয়া জুড়ে বহে না পুলক,
কেন কৃষ্ণচূড়া শূন্য ভীষণ
মেঘের রঙের মত রাঙা
কর্ণ পাশের খোলা অলক।


রচনা কাল-02-06-2022