শরৎ বেলা
---কনিকা সরকার


শরৎ সকাল শিশির ভেজা শিউলি ফুলের গন্ধ,
চারিদিক যেন স্বচ্ছতার এক সীমাহীন আনন্দ।
প্রভাতের স্পর্শে মিশে শীতল হিমেল ছোয়া,
হিয়ার মাঝে জাগে পুলক কোন দিনের পাওয়া।


দূর্বা দলে জমে থাকা শিশির বিন্দুর ঝলক,
মুগ্ধতায় ভুলে যায় নয়ন ফেলতে যেন পলক।
কুয়াশার হালকা চাদর গায়ে জড়ায় অবনী,
প্রকৃতির নব সাঝে আনে নতুন দিনের বাণী।


নীলাভো নীল গগনে শুভ্র মেঘের খেলা,
শুভ্রতায় সাজে যেন চারপাশ ভুলে সকল অবহেলা।
কাশফুলের দোলায় মন উঠে যেন নেচে,
সকল কলুষতা যেন এই শুভ্রতায় যায় ঘুচে।


রচনাকাল-13/10/2019