কত সুরে গাই গান কত আশায় বাঁধি প্রাণ
সুখ পাখি যদি এক টুকরো সুখ করে যায় দান।  
বীজ বুনে যাই সদা নিরাশার মাটির বুকে
শত হতাশার মাঝেও রাখতে চাই জীবনটাকে ‍সুখে।


সুখ পাখি দেয় না ধরা সবার কাছে
মিছে আশায় তবু মন ছুটে চলে তারই পিছে।
সবাই তাকে পেতে হাত যে বাড়ায়
কেউ বা কাছে পায় কেউ বা আবার পেয়ে হারায়।


যোগ বিয়োগের এই না ধরায়
তার স্বপ্ন যেন সকলকে তাড়ায়
কিসে সুখ কিসে ‍দুখ কেউ বা খুঁজে যায়
ক্ষুদ্র এ জীবনে সুখ পাখি কে কত জন ই বা পায়।


কুঁড়ে ঘরেও সে যে করে নেয় ঠাঁই
রাজপ্রাসাদেও আবার সে নাহি যে যায়।
সুখ পাখি জানে কত না ছল
তাকে পেতে খাটে কি কোন বল?


নিজে এসে যদি সে নাই দেয় ধরা
পাবে কি তাকে করলেই তার পিছু তাড়া?
তাকে তো যায় না রাখা দিয়ে কোন বেড়া
সে যে হলো সকল বাঁধন ছেড়া।


রচনা কাল-১৮/১২/২০১৮খ্রিঃ, ৪ পৌষ, ১৪২৫ বঙ্গাব্দ|