তুমি থাকবে হয়তো
কলমের অনুভূতিতে হলেও বেঁচে
আমার অনুভবে তুমিহীন রবে শূন্য
কারণ তোমার বোধগম্যের ভাষায়
আমি বরাবরই ছিলাম অবোধ্য,
পরিচিতার মতোই আবার অপরিচিতা।


দিন হারিয়ে যাবে প্রত্যেকটি দিনের
হৃদয় গহ্বরের অন্তরালের গহীনে
সময় রং বদলাবে
তোমার শুন্যতা রবে না জানি
তবুও সে শুন্যতা পূর্ণ হবে না........


তাই হয়তো
মনের বেখেয়ালে তোমাকে গড়বো
ভাষার অবয়বে
তুমি প্রতিনিয়ত সেজে উঠবে
নব নব রূপে,
আমার মনের মুক্তির
কোন দিগন্ত বিস্তৃত
এক খন্ড সবুজ মাঠ হয়ে,
নয়তো বা আকাশনীলে শুভ্র মেঘপুঞ্জ হয়ে,
কোন জোছনা রাতের হাসনা-হেনার গন্ধ
জোনাক আলোর আলোক হয়ে,
সাদা বা রঙিন কাগজে
মনের পুলকে ফুটিয়ে তোলা কোন রেখায়।


তুমি তবুও রবে
কলমের কালো কালির
রঙে শোক হয়ে নয়
আমার মনের সুপ্ত সুখ হয়ে।


রচনা কাল- 28/02/2019