দুয়ার বন্ধ । বন্ধ দুয়ার । বাহিরে দাঁড়িয়ে অজ্ঞাতনামা
কয়েকজন । কড়া নাড়ে অটল অতিথি অবিশ্রান্ত অঝোর
দুয়ার দেয় না সাড়া । বলে না কথা । অতিষ্ঠ অতিবাহিত সময় ।
দাঁড়িয়ে অতুষ্ট মানুষ সারি সারি , তবুও বন্ধ দুয়ার
জল নেই যেন ক্ষয় ধরা যমুনা তিস্তা নদী !
দুয়ার খেলে কি কানামাছি , নানা ছলে অবহেলে
অবিদিত ছুতোয় ।শোনে কারও আহ্বান অবাঞ্ছিত হঠকারিতায়
সংখ্যাতীত কথাগুলো উড়ে উড়ে যায় কেবলি হিমাচলে ।
অস্ফুট বায়ু বয়ে যায় , নিয়ে যায় অন্তরের অসীম আপ্লুত
কথামালা ঘাসে ঘাসে , মেঘে মেঘে আনত নয়নে।
দুয়ার খোলে না তবু । বলে না কথা ।
আবিষ্ট আবেদন , প্রার্থনা , আবেগ ,আর্জি কিংবা
আবেশ –উদ্ধত দুয়ারকে করে না আদ্র , বন্ধ রয়ে যায় সে
আপন উল্লাসে ।
অপেক্ষমাণ উদ্বিগ্ন মানুষ , ক্ষণে ক্ষণে বাড়ে
সংখ্যা । অতিক্রান্ত ইচ্ছে , আবেগ আর অনূভুতি । বাড়ে ক্রোধ ।
আর কতকাল বন্ধ দুয়ারের পাশে রইবে দাড়িয়ে
স্ফুরিত মাভৈ মানুষ ?