সূচ আর সুতোয় সদাই ভিমরুল লড়াই
বিনে সুতোয়  যায়  কি গাঁথা কুমারী মালা  স্বপ্নময়
সাত লহরী ?  কুন্তল কুন্দন
মঞ্জরী খোপা লতায় পাতায়  ছাওয়া !
কুপিত সূচ কুটুম্ব হয় না কারো
ইচ্ছে অনিচ্ছেয় শোনে সুতো কাহিনী
লম্বা শরীরে  নিন্দা কেবল । বাড়ে কথা , কেইবা
পারে  সুতোর মতো হতে বহুরঙ্গা আর
সূচের মতো ভূকম্প প্রতিধ্বনি !
এভাবেই প্রণীত জ্বালা , দংশনে যেন সুখ
মধুকর হেসে বলে , মিছে  আঁকে মহানন্দ মুখ
সূচ আর সুতো , সুতো আর সূচ !