আমরা চাইছি আসতে কাছে পরস্পর
ভাটা নয় জোয়ার নয় , তবুও ভাসন্ত , পর !
পাছে ধরা পড়ে যাই তাই ভাব রাখি ভাজকের ঘরে
দুর্বলতার মেঘগুলোকে দেই সঁপে ভুঁইমালীর হাতে
শেষ বিকেলের আলোতে !
হাতে সময় নেই বলে হাতে নিয়ে শিরিশ সময়
বসে থাকি লেকের পারে , জলে ভিজিয়ে পা আর
ভাসমান হাঁসগুলোকে দেখে অজান্তেই বলে উঠি
আহা কি সুখী ওরা !
আমাদের হৃদয় ভরা কেবলই কি ভুল ভীমরুল
পাছে ঘটে উল্কাপাত, তাই তালা চাবি এঁটে রাখা!
নবমী ফুল হাতে ভাবি , আহা পারতাম যদি
দিতে তোমায় সঘন বরিষণে। ফুল হাসে ভ্রমরের সাথে সেও তো
এমন লুকোচুরি খেলে !