হাওয়ায় হাওয়ায় ভেসে যায় সুখ , ভেসে যায় দুঃখ ব্যথা
করে সে স্নান , ধুয়ে যায় মলিন জমা আবর্জনা
করে খেলা , উতরোল যেন শৈশব বেলা
হাওয়ায় হাওয়ায় বয়ে চলে নাও , মন পবনের ঘাটে ছেলে খেলা !
অকাতর হাওয়া দোলে আর দোলায় ঝিরি ঝিরি মালতি লতার
পাতাগুলোকে , ফুলের সাথে বেঁধে দেয় ভাব আজন্মের
সে পাতা না ফুল ?
ফড়িং আর প্রজাপতির দল নেচে গেয়ে বেড়ায় আমের মুকুলে
ছন্দে ছন্দে ! সে কি আমের মুকুল ?
সেই মেয়েটি ভাবে , আজ জল ভুলে সে যদি হাওয়ায় যায় ভেসে
তাতে কি বা এসে যায় জল আর হাওয়ার !
জল আর হাওয়া রাখে কি মনে হারিয়ে যাওয়া
মেয়েটির কথা ! নাকি আবার কোনক্ষণে মিশে যায় অন্যমনে !