যদি এমন হতো , অনেককাল পেরিয়ে গেলেও মনে হতো
এইতো সেদিন ! হারিয়ে যাওয়া সময়গুলো তড়িঘড়ি করে লুকাতো
বন্ধ কোন গহ্বরে , নতুন সময়ের সুর না ভেঙ্গে !
তবে বেশ হতো-নেই কোন জিঞ্জাসা , জবাবদিহি , কিংবা জানার আকুতি
এই এতদিন ছিলে কোথা ?
ছিলে কোথা বলেছিল তাঁরে একজন কবি - কবি চোখের তুলিতে সে ছিল
ভালবাসার ভাবনা , না দেখার আকুতি ! কবিকে কি সে বলেছিল-কোথায়
ছিল সে এতকাল ?
নাটো্রের বনলতা সেন হোতে কেউ তাকে করেনি মানা , সবাই হোতে চায় বনলতা সেন ! সময়ের পাখা বেয়ে ঘুরে ঘুরে ঘুরপাক খেয়ে অবশেষে আবার ফিরে আসা ?
কেউ কি কোরেছে তারে মানা ? কেউ ? যদি তাই করে আবার কি হারিয়ে যাওয়া ?
বনলতা হারিয়ে ছিল একবারই !!