যদ্দুর যাও বিরিয়ানীর দখলে ঘরবার! সুগন্ধ মৌ মৌ ।
ওহে , লাল কাপড়ে তোমায় মানিয়েছে বেশ ! আজকাল
অবশ্য লালের টেন্ডটা তেমন নেই । রাজকুমারী কেটের ডট আঁকা কোটের বাহার ?
সেরকম একটা চাই, প্লীজ ডেবিউ! অ্যাপিল ফর ডেবিউ ! একটা চান্স দিন যে কোন আসরে !


পেলব কুমারীর মতো রব বসে । প্রবল বর্ষিত বাণী ছুঁয়ে যাবে কর্ণ কুহরে
ঝর্ণা ধারার মতো । ভুলে যাব অতীত আর বর্তমানের অবাঞ্ছিত যত দুঃখ শোক।
গিলে খাব সব ব্যথা হাভাতের মতো বঙ্কিম মৃদু ভাষে !


বাই দ্য জৌভ ! এখনও একা একা ?একা নাকি ? নাহ। না ভাই । এখনো উঁকি দেয়া দস্তানা দুহাতে । সূর্যকে দেখে চুপিসারে হাসে । কার্তিকের হিমেল হাওয়ারা ঘুরপাক খায় প্রু ফ্রক শরীরে !মন্দ কি ? খেলুক কুটুম কুটুম দু’হাত !


ওকে ! ফ্রেম ওয়ার্কে ঝেড়ে ফেলার কথা কিন্তু স্পষ্টাক্ষরে লিখা নেই । দোষী সাব্যস্ত হলেই কেবল ! লুকিয়ে জিভে জল আসা কি দোষের ? পিঠায় চোখ ? বুড়োদের কফিন বাছাই এর সুযোগ থাকছে আজকাল । ক্লেয়ার ইন্ডিকেশন ! তারপরও বিরিয়ানী ! হে হে, পিঠে বেঁধেছি কুলো । কানে তুলো ! নাসিকা ? বড়ই বেয়ারা সে ! সুগন্ধ খুঁজে মরে !


জানতো হে, আমি কিন্তু পাতে একটার বেশী দেই না ।
স্লীম ফিগার ।ডাক্তারের বারণ ? তবে বিরিয়ানী হলে তেমন আপত্তি নেই !
পাঁচ তারা বলে কথা ! মেইডেন লুক ! অ্যা গোল্ডেন অপরচুনিটি !!