মাতৃভূম মাতৃভাষা অচ্ছেদ্য বন্ধনে
বিনে সুতোর মালায় আবদ্ধ মানুষ,
প্রস্ফুটিত পুষ্পসম মাতৃভূমি ভনে
মাতৃভাষা মম তবে তারই সুবাস।
ক্রোড়ে আশ্রয়ে লালিত যত জাতিগণে
জীবন প্রেম  বিবেক দাবির প্রকাশ,
হৃদয়ের আকুলতা ভাব রূপায়নে
মাতৃভাষা বিনে কভু হয়নি বিকাশ।


শক্তিবলে পদানত দুর্বল জাতিরে
ইতিহাসে পর্বে পর্বে তার সাক্ষ্য মেলে,
শাসন শোষণ করে যুগ যুগ ধরে;
ভাষা হত্যা কভু নয় কোন শক্তিবলে।
আত্মত্যাগে ভাষা বাঁচে রোধে পাপীষ্ঠরে;
অমর ভাষা শহিদ জন্মে ক্ষণকালে।


        রচনাঃ১৯/০২/২০২০