—আলোক পতন —
    


ব্রজমোহন কাননে কত দ্বীপ জ্বলে—
জ্বালাতে ব্যাপৃত রয় শত কারিগরে,
মোম  তুল্য আলো দেয়, নিজে পুড়ে পুড়ে!
দীপক কালাম প্রভা! যেতে নারি ভুলে।
আদর্শের তীব্র জ্যোতি করে ঝলমলে
সবে পূজ্য সদা তারে গুণাবলী তরে,
দীক্ষণ কিরণ জোটে তৃষিতের ভালে ;
নিভেছে নক্ষত্র দীপ্তি! জ্বলে না কান্তারে।


জ্যোতির্ময় দীক্ষাগুরু! হিসাবীয় বাগে
জ্ঞান পিপাসু বিহগে, করে কলরব;
আলোক পাথারে খুঁজে কোথা সে বিভব!
বিয়োগ ব্যথায় কাঁদে! ফিরিবে না নগে?
জ্ঞান ভুবনে আবর্ত— উদিত ভাস্বর ;
প্রস্থানে দগ্ধ যন্ত্রণা বিষিত অন্তর!


  রচনা ২১ জুলাই ২০২৩।
(সরকারি ব্রজমোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের
পরম পূজনীয় প্রফেসর আবুল কালাম স্যার স্মরণে।)