অচেনা


কালের স্রোত ধারায় সব ভেসে যায়,
অতি চেনা লোকজন অচেনা নিমেশে;
সুসময় দিনে জন ঘোরে আশে পাশে,
দিতে অযাচিত সেবা কত চেষ্টা হায়!
তুষ্টতে ব্যস্ত সে ক্ষণে হতে ধন্যি আশে
পদের গুরুত্ব  কত সময়ে বোঝায়,
শত চেষ্টায়ও রয় ব্যর্থতার দায়!
যাচিত সকল কভু সাধ্য কি মানুষে?


ধরাতে পদ-পদবি লভা সাময়িক,
সময়ের  গন্ডি শেষে  আসে অবসর;
অন্তিম বিরামে বাধ্য সব জীব-জড়,
কারো পথ নয় কভু  সরল রৈখিক।
আজ আমি কাল তুমি চলে চক্রাকারে;
স্থায়ী দোর্দণ্ড প্রতাপ নয় ধরা নীড়ে।


   রচনাঃ১০/০৬/২০২৩