অনাচারে হিত!


দিতে আসা নিতে নয় শুধায় বচন;
নিতে আসা দিতে নয় জনতা কহেন!
হেথায় বিবেক মরে দংশনে দংশনে
নেতায় ফুলে ওঠেন সম্ভারে শোষণে।


লব্ধ হয়ে গণশক্তি পিশে পথে-ঘাটে
জব্দ ত্যাগী ক্ষণে ক্ষণে ভাগ্য ওঠে লাটে,
রক্ষক কুকাজে মাতে স্বীয় স্বার্থ লভে!
ভক্ষক বনে নিমেষে  রুধিবে কে ভবে?


কত লোক ভোগে দন্ড পরিবেশ নাশে!
শত নাশে মান্যবরে সদাচার কিসে?
পদলেহী কুলাঙ্গার  ব্যস্ত বন্দনায়
মহী!কাতরে সমাজ দগ্ধ যাতনায়।


সাধু, অনাচারে হিত লভি নব জ্ঞান ;
মধু নিতে জন আসে জনতা ঠকেন।


  রচনাঃ৪/৬/২০২৩
(স্মারক পুস্তিকায় প্রকাশের জন্য)