অনামিকা


হতে যদি গোলাপ গাঁদা জুঁই চামেলি,
রজনীগন্ধা পদ্ম জবা শাপলা বেলি।
হতে সংবর্ধনার উপকরণ  সম্মানে সম্মানে
পূজোর অর্ঘ্য হয়ে দেবতা নিবেদনে।
রাজ দরবার নান্দনিক সাজে
অতুল্য হতে শ্রদ্ধাশিক্ত কাজে;
ভালোবাসার ছোঁয়ায় লাগতো শিহরণ
যুগলের আবেগ সিক্ত প্রেম সাধন,
উদ্বেলিত ষোড়শীর ললিত খোপায়
রঙিন শোভায় কাছের হৃদয়  দোলায়।
সৌরভে সুন্দরে সবে তুলে নিত হরষে
প্রীতির বাঁধনে জড়াতে নিবেদন আশে।


পঙ্কে জন্ম আগাছায় ফোটা অনামিকা
রঙে সৌন্দর্যে নেই কমতি মালবিকা।
তবু্ও তুমি নও কাশ শেফালি  শিউলি
শহিদ মিনারে শ্রদ্ধার পুষ্পের ডালি
অঞ্জলির পলাশ শিমুল কৃষ্ণচূড়া
তুমি ঝোপঝাড়ে ঘাসে ফুটন্ত অচেনা মনোহরা,
অথচ অপাংতেয় মূল্যহীন ফুল ;
নিত্য পদদললিত নেই কোনো জাত কুল।

  রচনা:২৫ মার্চ,২০২৪।
(গ্রামের মাঠে বাটে ঝোপঝাড়ে নামহীন অথচ
দেখতে সুন্দর যার কোনো ব্যবহার নেই। এমন ফুটন্ত ফুল নিয়ে এ প্রয়াস।)