অসার স্বপন
  


জন ভারে নত দেশ দায়ভার কার!
ক্ষুদ্র ভূখণ্ড বইছে দুঃসাধ্যের মোট,
স্বপন ফলাতে নারে অভাবী ভান্ডার
পথের অভাবে বুঝি ভাঙ্গে স্বপ্ন হাট।
নারী শ্রম গৃহবন্দি  অর্ধেক বেকার
শতভাগ শ্রম নেই চলে রাজ্যপাট!
বাল্যবিয়ে ধর্ম অন্ধে খাচ্ছে চষা মাঠ
জন ঢল সৃষ্টে হেথা ঘিরেছে আঁধার।


স্বপন ফসল বোনা নেই কাম্য ভূমি
ঘন বসতির দেশে বাঞ্ছা মূল্যহীন,
বসত ভিটায় গিলে বন গিরি জমি
পরিবেশের বারোটা—বাজে নিত্য দিন।
প্রখর রবি কিরণে  পুড়ে যায় শমী
সারি সারি ইমারত চষে কোন্ জন?


এলোমেলো  সব কিছু পথের অভাবে ;
চৌত্রিশ কোটি পা হাঁটতে শেখবে কবে!


  রচনাঃ১৭/০৪/২০২৩