বেদনার স্মৃতি-৩
------------------------------------
আগস্ট শোকাতুরে মহামতি প্রয়াণ-
কবিগুরু প্রস্থানে বাঙালি হৃদ ক্ষরে;
সাহিত্যাকাশে এক ধ্রুবতারা পতন,
অশ্রুজলে কল্পলোকে  ভাসি তাঁর সুরে।
রণ-তূর্য বাদক কবির স্তব্ধ প্রাণ
গগন যেন খসে পড়ে বাঙালি শিরে,
জব্বার-নায়করাজ কবি রাহমান
হুমায়ুন-কাদরী সবে ভূলোক ছাড়ে।


সব বিয়োগ ব্যাথা মিশে একশা বিষে,
বিদ্রোহী সমকালীন আর বিশ্বকবি-
কন্ঠযোদ্ধা সকলি এখন শুধু ছবি,
বেদনভরা স্মৃতি ফিরে রোদন মাসে।
সমব্যথী গগনের আঁখিজলে ডুবি;
বাঙালি ভাগ্যলিপি করুণ ইতিহাসে।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ১৬ আগস্ট,২০১৮