নব পুষ্পিতে লালিত্য কানন-কান্তারে-
সৌরভে ব্যাকুল কুঞ্জ তব কোন ক্ষণে,
তৃপ্ত হতে চায় পুষ্প সুরভি উজারে
ত্রিদিব সুখ আশে দু'য়ে  কল্প বাঁধনে।
দিনে দিনে অভিলাষে বন্দি মায়াডোরে
পুলক ঢেউ লাগে পুষ্প আর কাননে;
জড়াজড়ি ধরে রহিতে জীবন ভরে,
বিষাদ সবই ক্ষিতির এ মায়া বিনে।


জীবন বিন্দু নাহি চলে ঋজু রেখায়-
প্রত্যাশা-প্রাপ্তির মিলন ঘটে বিরল,
দু'টি আশার পথ দু'দিকে বেঁকে যায়
চকিত সুবাস মুষড়ে পড়া উপল।
এমন সামীপ্য খোয়া কোন অজানায়!
পূত প্রীতি মাঝে জাগে বিষের দেয়াল।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ০৩/১০/২০১৮