বিত্ত না চিত্ত


রত্নগর্ভা জলধি অধিক ধনবান,
চিত্ত-বিভবের চেয়ে নাহি গরীয়ান।
বিত্ত চাই ক্ষুধা নিবৃত্তি---বাঁচার তরে,
ভোগ উন্মত্ত কুজনে শান্তি কভু মেলে?
ধন লোভে মত্ত  সবে বসুমতি নীড়ে,
হৃদ-ধর্ম বাঁধা পড়ে ঘৃণ্য বেড়াজালে।
বিত্তবান প্রয়াণে বৈভব নাহি রবে,
কীর্তিগড়া হৃদ্য লোকে নিত্য সেবে সবে।


মানব চিত্তে সুকুমার বৃত্তি বিকাশে,
মর্তের মৃত্তিকায় রচে স্বর্গ কানন।
ধন লিপ্সা প্রবৃত্ত মানবতা বিনাশে,
মোহান্ধ কর্মে নীত দুর্বিষহ জীবন।
হৃদয়-ধনে ধনী-মানব ধরাধামে
চিত্ত বিভায় বিত্ত ডুবে আঁধার ব্যোমে।


--অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    ১৭ আগস্ট,  ২০১৭