বরিষে বারিধারা
(গীতি কবিতা)

পাথার উথলে বরিষে বারিধারা
ঝরে গো দিবা-যামে—
আকুল হৃদয় মম মনোহরা।।

ওহে নিশীথ রাতের আঁধার ক্ষণ
দাও সিক্ত করে আমার দেহ-মন
আমার বাইরে শম যাইরে ত্বরা।।

আমি তাকাই চারিদিকে
আকাশ কাঁদে ধরা নির্জন
খুঁজি যারে তারে না পাই
শুধু নয়নে ঘনঘোর বরিষণ
যামিনীভর বইবে বাদলধারা।।

এমনি ঝড়ো ঝড়ো ধরা নীড়ে
তুমি এসো সিক্ত হই দু'জন
না আসলে কে দেখে গগন কাঁদন
তুমি এসো এসো গো গোপনে—
যদি না পাই এমন ক্ষণে
ভাঙ্গবে হৃদয় হবো দিশেহারা।।

   রচনাঃ০৩/০৭/২০২১