বাজে মেঘের মৃদঙ্গ গুরু গুরু রবে,
শ্যামগম্ভীর বর্ষার অশ্রুধারা ঝরে।
বাঁধভাঙ্গা জল ঢলে খাল-বিল ডুবে,
ঘনঘোর মেঘে গগন ঢাকে আঁধারে।
উত্তাল পবনে মাতন পত্র-পল্লবে,
যৌবনে উদ্দাম বি-শীর্ণ নদ নীরে।                                        
শ্যামল প্রকৃতি সাজে পুষ্প আভরণে,
শস্যবীজ উকিমারে নতুন বসনে।


অনিন্দ্য সুন্দরী বর্ষা কখনো নিষ্ঠুরা
পল্লির মেঠোপথ শুধু কর্দমময়
বাদলের বারিপাতে বাইরে কে যায়?
অতি বর্ষণ প্লাবনে করে সর্বহারা।
বৃষ্টির নৃত্য- চপল নুপূর নৃক্কণ;
সিক্ত বাংলা যেন সুর-ছন্দের মিলন।


অধ্যক্ষ দেলওয়ার হোসেন
০৫-০৮-২০১৭